Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঘোষবাগ পরিষদ ভবন (আধা পাকা) , তথ্য ও সেবা কেন্দ্র সহ আগুনে পুড়ে ছাই ।
বিস্তারিত

নোয়াখালী, কবিরহাট উপজেলার ৪নং ঘোষবাগ ইউনিয়ন পরিষদ ভবন আগুনে ভস্মিভূত। গতকাল ২৪/০৬/২০১৪খ্রিঃ তারিখ দিবাগত রাত আনুমানিক ০২.৩০মিঃ এর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারনে  ঘোষবাগ ইউনিয়ন পরিষদ (তিন কক্ষ বিশিষ্ট) ভবনে আগুন লেগে যায় । ফলে ভবনে রক্ষিত আসবাবপত্র, তথ্য সেবা কেন্দ্রের কম্পিউটার , প্রিন্টার, প্রজেক্টরসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি , আইপিএস এর সরঞ্জামাদি , ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত যাবতীয় রেকর্ডপত্রাদি যেমন ঃ জম্ম রেজিষ্ট্রার, মৃত্যু রেজিষ্ট্রার, ক্যাশবুক, পত্রপ্রাপ্তি এবং প্রেরণ রেজিঃসহ বিভিন্ন দপ্তরের রেজিষ্ট্রারসমূহ,  ইউনিয়ন পরিষদের সকল ভাতা পরিশোধের রেজিঃ,পরিদর্শন রেজিঃ, বরাদ্দ রেজিঃ, বিল রেজিঃ,কর ধার্য রেজিঃ ,ট্রেড লাইসেন্স বহি , ইউনিয়ন পরিষদের বিভিন্ন ব্যাংক হিসাব সমূহের চেক বহিসমূহ ,অডিট সংক্রান্ত নথিপত্রঃ,এছাড়া এলজিএসপির সকল তথ্য, সচিব ও গ্রাম পুলিশদের হাজিরা বহি, স্থায়ীসম্পদ রেজিষ্ট্রার ,অবকাঠামো রেজিঃসহ,মাননীয় জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল নোয়াখালী কর্তৃক তদন্তের জন্য প্রেরিত মামলা সমূহ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রেরিত মামলা সমূহ,ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের দায়েরকৃত মামলা সমূহ, এবং মামলার রেজিস্টার সমূহ,বিভিন্ন দপ্তর কর্তৃক প্রেরিত চিঠিপত্র,এবং ইউনিয়ন পরিষদের অপারেশন ম্যানুয়াল সমুহ, ইউনিয়ন পরিষদ ভবনে রক্ষিত কাগজিক তথ্য সংক্রান্ত  সকল রেকর্ডপত্র ,রেজুলেশন বহিসমূহ এবং ভবনসহ সবকিছু জ্বলে আগুনের লেলিহান শিখায় ভস্মিভুক্ত হয়ে যায় । ধ্বংস হওয়া যাবতীয় সম্পদের মূল্য  প্রায় ১৫,০০০,০০/-(পনের লক্ষ) টাকা হবে ।

ছবি
ডাউনলোড